তালায় বাসচাপায় জেলা ছাত্রদলের সাবেক নেতা নিহত
মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ ৭:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাজমুল হাসান রানা (৩৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তালা সদরের একটি তেল পাম্পের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হাসান রানা তালা উপজেলার হাজরাকাটি গ্রামের রাজ্জাক সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে নাজমুল হাসান রানা মোটরসাইকেলে করে জাতপুর এলাকা থেকে তালা সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ‘লিটন ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিনুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
১১৭ বার পড়া হয়েছে