নওগাঁয় ঐতিহ্যবাহী পৌষ উৎসব উদযাপন
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ১২:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
নওগাঁয় ঐতিহ্যবাহী পৌষ উৎসব নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় শহরের প্যারীমোহন লাইব্রেরি মিলনায়তনে ঐকতান সঙ্গীত সংস্কৃতি সৃজন সংগঠনের উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোফাখ্খার হোসেন খান পথিক। সংগঠনের সভাপতি মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন নওগাঁ প্রেসক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিন এবং বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক ফরিদুল করিম তরফদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক এস এম সিরাজুল ইসলাম, নওগাঁ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. নবির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল করিম তরফদার, অবসরপ্রাপ্ত জেলা অ্যাকাউন্টস অফিসার খান মো. মযাহার হোসেন এবং অবসরপ্রাপ্ত জেলা গ্রন্থাগারিক মো. লুৎফর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
১১৬ বার পড়া হয়েছে