রৌমারী সীমান্তে গুলির শব্দ, যুবক আটকে নিয়ে গেল বিএসএফ
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ৮:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্ত এলাকায় গুলির ঘটনার পর মিস্টার আলী (২৫) নামে এক যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে।
রবিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আটক যুবক মিস্টার আলী রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা এবং আব্দুস ছালামের ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর কাছাকাছি নো-ম্যান্সল্যান্ড এলাকা দিয়ে ২০ থেকে ২৫ জনের একটি চোরাকারবারি দল ভারতের ভেতরে প্রবেশ করে। ওই সময় তারা ভারতের কাঁটাতারের বেড়া অতিক্রম করে গরু, জিরা, মাদক ও কাপড়সহ বিভিন্ন পণ্য পারাপারের চেষ্টা করছিল।
এ সময় ভারতের কুচনীমারা বিএসএফ ক্যাম্পের সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরিস্থিতির একপর্যায়ে বিএসএফ সদস্যরা মিস্টার আলী নামের এক যুবককে আটক করে ভারতীয় ভূখণ্ডের ভেতরে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।
এ বিষয়ে বিজিবির জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, 'এ ঘটনায় এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আমরা বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। বিএসএফকে অবগত করা হলেও তারা এখনো কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি।'
১২৬ বার পড়া হয়েছে