রংপুরে বিজিবি'র অভিযানে সাড়ে ৭ কোটি টাকার মাদক ও পণ্য উদ্ধার
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ৮:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গত ডিসেম্বর মাসে রংপুর রিজিয়নের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালান পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় ৭০ জন চোরাকারবারীকে আটক করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয়েছে ৬টি বিদেশি পিস্তল ও ২৯ রাউন্ড গুলি।
সোমবার দুপুরে কুড়িগ্রামস্থ ২২ বিজিবি ব্যাটালয়নের প্রধান দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রংপুর রিজিয়নের পক্ষে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল হক, পিএসসি।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, রংপুর রিজিয়নের আওতাধীন প্রায় ১ হাজার ৬শ ৬৯ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় নিয়োজিত সেক্টর ও অধীনস্থ ব্যাটালিয়নসমূহের সমন্বিত ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে এসব মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৬৯১ বোতল ফেন্সিডিল, ৯৬১ বোতল বিদেশি মদ, ৩ হাজার ৬৩৪ পিস ইয়াবা, ১৪০ কেজি গাঁজা, ২৬ হাজার ২৬৫ বোতল নেশাজাতীয় সিরাপ, ৩ হাজার ১১৫ বোতল স্কাফ সিরাপ, ২৬ হাজার ৮০৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ হাজার ২৩৫ পিস ইনজেকশন, ৩০৪ গ্রাম হেরোইন এবং ৫৫ হাজার ৩২৪ পিস বিভিন্ন নেশাজাতীয় ট্যাবলেট।
এছাড়া চোরাচালান থেকে উদ্ধার করা হয়েছে ১৬৪টি গরু ও ৩৩টি ভারতীয় মহিষ। একই সময়ে মানবপাচারের ঝুঁকিতে থাকা ১৫ জনকে উদ্ধার করে বিজিবি।
লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল হক আরও জানান, সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিজিবি ২ হাজার ৫৬৩টি সচেতনতামূলক সভা আয়োজন করেছে। পাশাপাশি শীত মৌসুমে সীমান্তবর্তী দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
১২০ বার পড়া হয়েছে