চাঁদাবাজির প্রতিবাদে সৈয়দপুরে টানা ৩ দিন মাছের বাজার বন্ধ
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ৬:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নীলফামারীর সৈয়দপুরে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন মাছ বাজারের ব্যবসায়ীরা। চাঁদাবাজদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত দোকান না খোলার ঘোষণা দিয়ে টানা তিন দিন ধরে বাজার বন্ধ রেখেছেন তারা।
এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা ক্রেতা ও পাইকাররা পড়েছেন চরম দুর্ভোগে।
রোববার (১১ জানুয়ারি) রাতে সৈয়দপুর শহরের মাছ বাজার ঘুরে দেখা যায়, বাজারের সব দোকান বন্ধ রয়েছে। এর আগে বিকেলে চাঁদাবাজির প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে ব্যবসায়ীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী ও তার সহযোগীরা মাছ বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত দৈনিক চাঁদা আদায় করে আসছিল। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে এলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা কয়েকজন মাছ ব্যবসায়ীকে মারধর করেন।
ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। একই সঙ্গে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাজারের সব দোকান বন্ধ রেখে আন্দোলন শুরু করেন, যা এখনো অব্যাহত রয়েছে।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
১১৪ বার পড়া হয়েছে