দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক ও চোরাচালান উদ্ধার
রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, আতশবাজি ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
এসব মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, ১০ ও ১১ জানুয়ারি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনে কাজীপুর বিওপির টহল দল কাজীপুর বর্ডারপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩১ হাজার পিস ভারতীয় চকলেট বাজি উদ্ধার করে। উদ্ধারকৃত বাজির আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ৭৫ হাজার টাকা।
এছাড়া ১১ জানুয়ারি ভোর ৪টা ৪০ মিনিটে জামালপুর বিওপির একটি দল দৌলতপুর উপজেলার কান্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। একই দিন প্রাগপুর বিওপি গড়ুরা মাঝপাড়া এলাকা থেকে ৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এর পাশাপাশি কাজীপুর ও বিলগাথুয়া বিওপির পৃথক অভিযানে ১৭০ কেজি পেঁয়াজ, ১০০ কেজি ডেপ সার, ৫৩.৫ কেজি গামাক্সিন পাউডার এবং ১২ পিস সিলডিনাফিল ট্যাবলেটও জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার স্টোরে রাখা হচ্ছে এবং বিধি অনুযায়ী ধ্বংসের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্য চোরাচালানি পণ্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকসহ সকল ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে। জনস্বার্থ ও সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
১৯২ বার পড়া হয়েছে