সর্বশেষ

জাতীয়গ্যাস সংকটে নাকাল রাজধানীবাসী, দুর্ভোগ চরমে
সারাদেশনেত্রকোনায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই শ্রমিকের মৃত্যু
আন্তর্জাতিকইরানে চলমান বিক্ষোভ দমনে কঠোর অভিযান, ভয়াবহ প্রাণহানির আশঙ্কা
সিরিয়ায় আইএস ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা
খেলাক্যামেরুনকে হারিয়ে সেমিফাইনালে মরক্কো, মালিকে বিদায় করে শেষ চারে সেনেগাল
সারাদেশ

নিরপরাধ আওয়ামী লীগ নেতাকর্মীদের হয়রানি করা হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি 

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
নিরপরাধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করা হলে জনসাধারণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী হারুনুর রশিদ।

শনিবার (১০ জানুয়ারি) রাত ৮টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকায় কল্যাণপুর যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হারুনুর রশিদ বলেন, আওয়ামী লীগ এখন আর নির্বাচনে ভোট করছে না এবং আগামী নির্বাচনে তাদের প্রতীকও থাকবে না। তারা কাকে ভোট দেবে, সেটি তাদের নিজস্ব বিষয়। তারা জামায়াতে ইসলামকে ভোট দেবে নাকি বিএনপিকে দেবে—এটা তাদের সিদ্ধান্ত। কিন্তু যদি এমন আওয়ামী লীগের নেতাকর্মীদের, যারা আমাকে ভোট দেবে, কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা ছাড়া গ্রেপ্তার করা হয়, তাহলে আমি জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও করবো।

তিনি আরও বলেন, যার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ বা মামলা নেই, এমন কাউকে যেন হয়রানি করা না হয়। যদি নিরপরাধ মানুষদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়, তাহলে বর্তমান ও অতীতের মধ্যে পার্থক্য কোথায়? আওয়ামী লীগের সময় আমরাও ঘরে বসে ছিলাম, আমাদের নামেও মামলা হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের লোকজন এই শহর ও দেশেই বসবাস করে—সবাই কি অপরাধী? যারা কোনো অপরাধে জড়িত নয়, তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

নির্বাচিত হলে প্রশাসনে জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার করে হারুনুর রশিদ বলেন, মানুষকে নিরাপত্তা দিতে হবে। থানায় বা ভূমি অফিসে ঘুষ দিতে হয়—এমন চিত্র আর দেখতে চাই না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সুলতানুল ইসলাম সুলতান, জেলা তাঁতি দলের আহ্বায়ক আতাউর রহমান, পৌর যুবদলের সদস্য আব্দুর রহিম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী এবং সাবেক কাউন্সিলর ইফতেখার আহমেদ রঞ্জুসহ স্থানীয় নেতাকর্মীরা।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন