পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক সভা ও নির্বাচন সম্পন্ন, শামিম পুনরায় সভাপতি
শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ১:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামিম। সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় সভায় সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদকের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং তা নিয়ে সদস্যদের মধ্যে আলোচনা হয়।
দুপুর ২টায় জেলা প্রশাসনের মনোনীত নির্বাচন কমিশনার ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল কবির আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে ২০২৬ সালের জন্য নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম রেজাউল ইসলাম শামিম। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ইমাম খেলাফত হোসেন খসরু ও রশিদ আল মুনান। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম তানভীর আহমেদ এবং সহ-সাধারণ সম্পাদক হয়েছেন জিয়াউল হক।
এছাড়া কোষাধ্যক্ষ পদে কুমার শুভ রায়, দপ্তর ও পরিসম্পদ সম্পাদক তামিম সরদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবির হোসেন, ক্রীড়া সম্পাদক মো. রেজওয়ান ইসলাম সাজন এবং তথ্যপ্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক হিসেবে শেখ আবু মোহাম্মদ জুবায়ের (জনি) নির্বাচিত হন।
নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাহমুদ হোসেন, এমএ রব্বানী ফিরোজ, আরিফ মোস্তফা, ফসিউল ইসলাম বাচ্চু, জহিরুল হক টিটু, মো. খালিদ আবু, মাহামুদুর রহমান মাসুদ, হাবিবুর রহমান এবং ওয়াহিদ হাসান বাবু।
নবনির্বাচিত নেতৃবৃন্দ পিরোজপুরে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
১৮২ বার পড়া হয়েছে