নওগাঁয় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা
শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ১:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁয় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নওগাঁ শহরের মুরছুলা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সদর উপজেলা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাহিদুল ইসলাম ধলু বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা পালন করেছেন। তিনি সততা, ঐক্য ও দৃঢ় নেতৃত্বের অনন্য উদাহরণ ছিলেন। দেশ ও জাতির জন্য তার অবদান ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে, যা কখনো পূরণ হওয়ার নয়।
তিনি আরও বলেন, শিক্ষকদের মর্যাদা ও শিক্ষার মানোন্নয়নে বিএনপি আন্তরিকভাবে কাজ করছে। শিক্ষকরা যেন শিক্ষার্থীদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়াতে পারেন, সে লক্ষ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাস্তবভিত্তিক শিক্ষা পরিকল্পনা প্রণয়নে উদ্যোগ নিয়েছেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য হাফিজুর রহমান মাস্টার, বেসরকারি শিক্ষক-কর্মচারী সদর উপজেলা শাখার আহ্বায়ক হারুনুর রশিদ, সদস্য সচিব নজরুল ইসলাম, চকএনায়েত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, চকপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলাল উদ্দিন প্রামানিকসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
১৮৭ বার পড়া হয়েছে