চ্যালেঞ্জ মোকাবিলায় দলের মতপার্থক্য নিয়ে আলাপচর্চা করতে হবে: তারেক রহমান
শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ১০:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলের সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ রয়েছে।
এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দলের ভেতরের বিভিন্ন মতপার্থক্য নিয়ে খোলাখুলি আলাপ-আলোচনা জরুরি। এছাড়া যে কোনো মূল্যে দলের ডেমোক্র্যাটিক প্রক্রিয়া চালু রাখা অত্যাবশ্যক।
শনিবার রাজধানীর বনানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল বিএনপির পক্ষ থেকে।
তারেক রহমান বলেন, 'আমাদের দলের মধ্যে নানা মতপার্থক্য আছে। এসব নিয়ে আমরা যেন আলাপ ও আলোচনা করতে পারি। ইনশাআল্লাহ, ১২ তারিখ থেকে ডেমোক্র্যাটিক প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে।' তিনি আরও বলেন, দলের জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি ব্যক্তিগতভাবে দলের ইতিহাস ও চলমান পরিস্থিতির দিকে ইঙ্গিত দিয়ে বলেন, 'আমাদের সমস্যা ছিল এবং কিছু আছে। তবে ৫ আগস্টের পূর্বের পরিস্থিতিতে ফিরে যাওয়ার কোনও কারণ নেই। আমাদের উদাহরণ দেখায়, অতীতের কিছু ঘটনা থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে।'
অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২১১ বার পড়া হয়েছে