টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে আওয়ামী লীগ ও যুবলীগের ১০ নেতার পদত্যাগ
শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ১০:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পদত্যাগের ঘটনা অব্যাহত রয়েছে।
সর্বশেষ শনিবার (১০ জানুয়ারি) আলাদা তিনটি স্থানে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ ও যুবলীগের মোট ১০ জন নেতা দলীয় পদ-পদবী থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাব, ডুমুরিয়া ইউনিয়নের লেবুতলা গ্রামে নিজ বাড়ি এবং মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আলাদা আলাদা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন- টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লেলিন সাহা, ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চয়ন বিশ্বাস, একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আক্কাস আলী শেখ, মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম আমির, যুগ্ম সম্পাদক মো. নুরু শেখ, ১ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি ওলিয়ার শেখ ও বেলায়েত হোসেন, সদস্য জাফর মুন্সী, খাইরুল মুন্সী ও হিলাল কাজী।
টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লেলিন সাহা বলেন, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তবে বর্তমানে ব্যবসায়িক ও শারীরিক সমস্যার কারণে যুবলীগসহ আওয়ামী লীগের সকল পদ-পদবী থেকে পদত্যাগ করছেন। ভবিষ্যতে দলের কোনো অঙ্গসংগঠনের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকবেন না বলেও জানান তিনি।
অন্যদিকে, ডুমুরিয়া ইউনিয়নের লেবুতলা গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে চয়ন বিশ্বাস ও আক্কাস আলী শেখ জানান, ২০২০ সালে তাদের অজান্তেই আওয়ামী লীগের বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করা হয়। তারা কখনো দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না উল্লেখ করে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বেচ্ছায় ও সজ্ঞানে পদত্যাগের ঘোষণা দেন। ভবিষ্যতেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত না থাকার অঙ্গীকার করেন তারা।
এদিকে, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. শরিফুল ইসলাম আমির। তিনি বলেন, ব্যক্তিগত নানা সমস্যার কারণে স্বেচ্ছায় আওয়ামী লীগের প্রাথমিক সদস্যসহ সকল দলীয় পদ-পদবী থেকে পদত্যাগ করা হয়েছে। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো ধরনের সম্পর্ক নেই এবং ভবিষ্যতে আর রাজনীতিতে সক্রিয় থাকবেন না বলেও জানান তিনি।
১৪৮ বার পড়া হয়েছে