সর্বশেষ

জাতীয়তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, কূটনৈতিক তৎপরতা জোরালো
চ্যালেঞ্জ মোকাবিলায় দলের মতপার্থক্য নিয়ে আলাপচর্চা করতে হবে: তারেক রহমান
আপিল মঞ্জুর, ঢাকা-৯ আসনে নির্বাচনে লড়তে পারছেন ডা. তাসনিম জারা
গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন তারেক রহমান
ঢাকায় 'যশোর সাংবাদিক ফোরাম, ঢাকা'র আত্মপ্রকাশ
সারাদেশটেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্যের দ্বন্দ্ব, গুলিতে যুবক নিহত
টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে আওয়ামী লীগ ও যুবলীগের ১০ নেতার পদত্যাগ
জামালপুর কারাগারে শ্বাসকষ্টে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু
গোপালগঞ্জে গভীর রাতে পাটের গুদামে, কোটি টাকার ক্ষতি
হাতিয়ায় ব্রিজ নির্মাণের সয়েল টেস্টে গ্যাস নির্গমন, আতঙ্কে কাজ স্থগিত
সিরাজগঞ্জে কুয়াশা কমলেও তীব্র শীতে বাড়ছে দুর্ভোগ
আন্তর্জাতিকতেহরানে দুই শতাধিক বিক্ষোভকারী নিহতের দাবি টাইম ম্যাগাজিনের
খেলাক্যামেরুনকে হারিয়ে সেমিফাইনালে মরক্কো, মালিকে বিদায় করে শেষ চারে সেনেগাল
সারাদেশ

হাতিয়ায় ব্রিজ নির্মাণের সয়েল টেস্টে গ্যাস নির্গমন, আতঙ্কে কাজ স্থগিত

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
স্টাফ রিপোর্টার, নোয়াখালী

শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ৩:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি ব্রিজ নির্মাণের পূর্ব প্রস্তুতি হিসেবে সয়েল টেস্ট করতে গিয়ে মাটির নিচ থেকে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কায় আপাতত গ্যাস নির্গমন বন্ধ করে রাখা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ভৈরব বাজার সংলগ্ন একটি খালের পাড়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ মাটি ফুঁড়ে গ্যাস বের হতে শুরু করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে হেলফ প্রকল্পের আওতায় ওই এলাকায় ৪৫ মিটার দীর্ঘ একটি ব্রিজ নির্মাণের কাজ পান ঠিকাদার সাইফুল ইসলাম শেখ। প্রকল্পটি তদারকির দায়িত্বে রয়েছে হাতিয়া উপজেলা এলজিইডি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ব্রিজ নির্মাণের প্রস্তুতির অংশ হিসেবে প্রায় ১১২ ফুট গভীরে সয়েল টেস্ট সম্পন্ন করেন ঠিকাদারের শ্রমিকরা। কাজ শেষে তারা স্থান ত্যাগ করেন। পরদিন শুক্রবার বিকেলে হঠাৎ ওই স্থানে গ্যাস নির্গমন শুরু হয়।

ঘটনার সময় স্থানীয় কয়েকজন কৌতূহলবশত আগুন ধরালে গ্যাসে আগুন জ্বলে ওঠে। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে ভিড় করেন উৎসুক মানুষ। এতে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় প্রশাসনের পক্ষ থেকে গ্যাস নির্গমন সাময়িকভাবে বন্ধের ব্যবস্থা নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান বলেন, “আমরা নিশ্চিত নই এটা কী ধরনের গ্যাস। তবে নিজের চোখে আগুন জ্বলতে দেখেছি। যদি এটি প্রাকৃতিক গ্যাস হয়, তাহলে অবশ্যই পরীক্ষা করা দরকার।”

হাতিয়া উপজেলা প্রকৌশলী এমদাদুল হক গ্যাস নির্গমনের সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি আপাতত নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-কে এ বিষয়ে অবহিত করা হবে।

এদিকে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন জানান, তিনি ঘটনাটির কথা শুনেছেন, তবে এখনো সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন