সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, জানালার কাঁচ ভেঙে যাত্রী আহত
বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ ৩:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় এক যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লার ময়নামতি রেল স্টেশনের আউটার অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।
ট্রেনটির পরিচালক হাবিবুর রহমান জানান, পাথরের আঘাতে আহত যাত্রীকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক শহিদার রহমান জানান, বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি ময়নামতি স্টেশন এলাকা পার হওয়ার সময় দুর্বৃত্তরা যাত্রীবাহী একটি বগিতে পাথর নিক্ষেপ করে। এতে বগির জানালার কাঁচ ভেঙে যায় এবং এক যাত্রী আহত হন।
ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
রেলওয়ে পুলিশ জানায়, পাথর নিক্ষেপের সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
১৯৪ বার পড়া হয়েছে