গোপালগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ
বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) উপজেলার কাজী মন্টু ফিলিং স্টেশনের পেছনের মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী এস এম জিলানী। উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া ও সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদারসহ দলীয় সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এস এম জিলানী তার বক্তব্যে বলেন, 'সদ্য প্রয়াত মাতৃতুল্য নেত্রী খালেদা জিয়া তার আপসহীন রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার কর্মের স্মৃতি ও নীতি আমাদের মাঝে চিরস্থায়ীভাবে বেঁচে থাকবে।'
১৭১ বার পড়া হয়েছে