টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতার পদত্যাগ
বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ ৮:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাত ও বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে তারা এই পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা হলেন টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তুষার কান্তি বাইন এবং গোপালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মন্ডল।
বৃহস্পতিবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে রুবেল মন্ডল বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি গোপালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ায় এবং একই সঙ্গে শারীরিক অসুস্থতার কারণে সংগঠনের কোনো কার্যক্রমে যুক্ত থাকা তার পক্ষে সম্ভব নয়। এ কারণে তিনি স্বেচ্ছায় ওই পদ থেকে পদত্যাগ করছেন এবং ভবিষ্যতে সংগঠনের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না বলে জানান।
অপরদিকে, বুধবার রাতে পৃথক সংবাদ সম্মেলনে তুষার কান্তি বাইন বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তাকে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হয়। তবে শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণে তিনি কখনোই সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন না। বর্তমানে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত থাকায় স্বজ্ঞানে ওই পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান।
১২৬ বার পড়া হয়েছে