মাগুরায় সড়ক দুর্ঘটনায় ঝরে গেল দুটি প্রাণ
বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ ৫:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
মাগুরার মোহাম্মদপুর ও সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের একজন বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী এবং অপরজন এক কিশোর।
বুধবার বিকেল আনুমানিক ৩টার দিকে মোহাম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেলযোগে চলার সময় বিপরীত দিক থেকে আসা স্যালো ইঞ্জিনচালিত দ্রুতগতির একটি অবৈধ নসিমন মোঃ বজলুর রহমান (৬২)–কে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহাম্মদপুর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বজলুর রহমান হাসপাতালের সামনেই দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করতেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অন্যদিকে, একই দিন সন্ধ্যায় মাগুরা সদর উপজেলার আলমখালী বাজার এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় মোঃ আশিক (১৭) নামে এক কিশোর। সে সদর উপজেলার দেরুয়া গ্রামের বাসিন্দা। জানা গেছে, সন্ধ্যা প্রায় ৭টার দিকে মোটরসাইকেল চালিয়ে মাগুরা–ঝিনাইদহ মহাসড়কের আলমখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে আশিক গুরুতর আহত হলে তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় উভয় ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
৩৪৫ বার পড়া হয়েছে