গোমস্তাপুরে আটক ২ ভারতীয় নাগরিক বিএসএফের কাছে হস্তান্তর
বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্ত এলাকায় মাছ ধরাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পর স্থানীয়দের হাতে আটক হওয়া দুই ভারতীয় নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার বেগপুর গ্রাম সংলগ্ন পূর্ণভবা নদীতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মেজর তানিম হাসান খান।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে সীমান্ত পিলার ২১৯ এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ণভবা নদীতে মাছ ধরছিলেন স্থানীয় দুই ব্যক্তি আব্দুল মমিন ও মো. সুমন খান। এ সময় ভারতের মালদা জেলার হবিপুর থানার টিলাশন গ্রামের বাসিন্দা শ্রী বাচ্ছু মহলদার ও শ্রী রাজু মহলদার একই স্থানে মাছ ধরতে আসেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়।
একপর্যায়ে স্থানীয়রা দুই ভারতীয় নাগরিককে আটক করে বেগপুর গ্রামে নিয়ে আসেন। পরে ভারতের ১২/টিলাশন বিএসএফ ক্যাম্প থেকে বিষয়টি চাড়ালডাঙ্গা বিওপি কমান্ডারকে জানানো হলে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেন।
ঘটনার পর বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি সংক্ষিপ্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রচলিত আইন ও সীমান্ত প্রটোকল অনুসরণ করে আটক দুই ভারতীয় নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিএসএফ প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।
২০৩ বার পড়া হয়েছে