সারাদেশ
ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়ন পরিষদে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ধামরাইয়ে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ
রাসেল হোসেন, ধামরাই
বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ ৯:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়ন পরিষদে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সুতিপাড়া ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমার উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একজন অভিভাবকতুল্য নেতা। দেশের যেকোনো সংকটময় মুহূর্তে তিনি দায়িত্বশীল নেতৃত্ব দিয়ে জাতিকে পথ দেখিয়েছেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সুতিপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মোশাররফ হোসেন, যুবদল নেতা মোশাররফ হোসেনসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য এবং স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও দেশের শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
১৯৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন