কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ৮৭ পিস ইয়াবাসহ দুই যুবক আটক
বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ ৮:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কাশিপুর বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তসংলগ্ন আজোয়াটারী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় সীমান্ত দিক থেকে আসা দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের চ্যালেঞ্জ জানানো হয়।
চ্যালেঞ্জের মুখে ওই দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হন। পরে তাদের শরীর তল্লাশি করে ৮৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের উৎপল সেন (২৫) ও সাগর বর্মন (১৮)।
পরবর্তীতে আটক যুবক ও জব্দকৃত ইয়াবা ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, 'দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা তৎপর। মাদক পাচার প্রতিরোধে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।'
১৭৪ বার পড়া হয়েছে