টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে ক্যাডেট এসআইদের কুচকাওয়াজ
বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ ৭:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে ২৩ম ব্যাচের বিভাগীয় ক্যাডেট এসআইদের (নিরস্ত্র) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলম। অনুষ্ঠানের শুরুতে তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং পরে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি (কারিকুলাম) ড. এ এইচ এম কামরুজ্জামান, ডেপুটি কমান্ড্যান্ট মাহফুজুর রহমানসহ অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ ব্যাচে মোট ১৭৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছিলেন।
প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনে ব্রতী হওয়ার ওপর জোর দেন।
অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ টাঙ্গাইল জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, ২৩ম ব্যাচের প্রশিক্ষণার্থীদের পরিবার, সুধীজন এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১৬৫ বার পড়া হয়েছে