দীর্ঘ ১৯ বছর পর উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান : সফরসূচি
বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ ৭:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ ১৯ বছরের বিরতি কাটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন।
আগামী ১১ জানুয়ারি শুরু হবে তার চার দিনের এই সফর, যা ঢাকার বাইরে তার প্রথম বড় পরিসরের সাংগঠনিক ও জনসংযোগমূলক কার্যক্রম হিসেবে বিবেচিত হচ্ছে।
সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর ও ঠাকুরগাঁওসহ পুরো উত্তরাঞ্চলে সফরটিকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলীয় সূত্রে জানানো হয়েছে, এই সফর মূলত জুলাই-আগস্টের গণআন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে।
সফরের সূচি:
১১ জানুয়ারি: ঢাকার বাসভবন থেকে সড়কপথে যাত্রা শুরু করবেন। সিরাজগঞ্জের বিসিক শিল্পপার্কে এক দোয়া মাহফিলে অংশগ্রহণের পর সন্ধ্যায় বগুড়ায় পৌঁছাবেন।
১২ জানুয়ারি: সকাল বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে গণদোয়ায় অংশ নেবেন। এরপর হযরত শাহ সুলতান বলখী (র.)-এর মাজার জিয়ারত এবং রংপুর পীরগঞ্জে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ।
১৩ জানুয়ারি: ঠাকুরগাঁওয়ে শহীদদের কবর জিয়ারত ও বিএনপি আয়োজিত গণদোয়া কর্মসূচিতে বক্তব্য।
১৪ জানুয়ারি: স্থানীয় নেতাকর্মীদের দিকনির্দেশনা প্রদানের পর রংপুর থেকে বগুড়ার গাবতলী হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা।
২২৮ বার পড়া হয়েছে