কুষ্টিয়ায় বিজিবি'র অভিযানে ৫ লাখ টাকার মাদক ও নকল বিড়ি জব্দ
মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ ৯:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার ভেড়ামারা রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ নকল বিড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (৫ জানুয়ারি) সকালে পরিচালিত এই বিশেষ অভিযানে আনুমানিক ৫ লাখ ৭ হাজার ৬০০ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভেড়ামারা রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে ব্যাপক চোরাচালানি হচ্ছে। তথ্যের ভিত্তিতে সকাল ১১টার দিকে ব্যাটালিয়নের একটি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ১০৪ বোতল সিনা অ্যালকোহল এবং ১ হাজার ২০০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়।
বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত মাদক ও চোরাচালানি মালামালের মোট বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭ হাজার ৬০০ টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, উদ্ধারকৃত অ্যালকোহল ব্যাটালিয়ন স্টোরে রাখা হয়েছে ধ্বংস করার জন্য, আর নকল বিড়িগুলো কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।
৪৮৪ বার পড়া হয়েছে