মানিকগঞ্জে রস ছাড়াই খেজুরের গুড় তৈরির অভিযোগে জরিমানা
মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ ৭:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে রসবিহীন চিনি ও নালি গুড়ের মিশ্রণে খেজুরের গুড় তৈরির অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ ঘটনায় এক অসাধু কারিগরকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে খেজুরের রস ছাড়া চিনি ও নালি গুড় ব্যবহার করে পাটালি গুড় তৈরির দায়ে কোকিল উদ্দিন নামে এক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রায় ১০ কেজি ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করা হয়।
ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা যায়, হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মজমপাড়া এলাকায় কোকিল উদ্দিন দীর্ঘদিন ধরে রস ছাড়াই গুড় তৈরি করে বাজারে বিক্রি করছিলেন। তিনি নিয়মিত ১০ থেকে ১২ কেজি করে গুড় বাজারজাত করতেন। অথচ তার নিজের বা অন্যের কোনো খেজুর গাছ না থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় গুড় তৈরিতে ব্যবহৃত নালি গুড়, পর্যাপ্ত চিনি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া তৈরি অবস্থায় থাকা ভেজাল গুড় জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, 'খেজুরের রস না থাকা সত্ত্বেও অভিযুক্ত ব্যক্তি প্রতিদিন ১০ থেকে ১৫ কেজি করে গুড় তৈরি করতেন। ভোক্তাদের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যেই এসব ভেজাল গুড় উৎপাদন করা হচ্ছিল। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভেজালবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে।'
২১০ বার পড়া হয়েছে