শীতে বিপর্যস্ত সাতক্ষীরার জনজীবন, তাপমাত্রা আরও কমার আশঙ্কা
মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ ৩:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দক্ষিণের উপকূলীয় জেলা সাতক্ষীরায় উত্তরের হিমেল হাওয়া ও কনকনে শীতে জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে।
টানা দুই দিন সূর্যের দেখা মিললেও শীতের তীব্রতা কমেনি। বরং গতকালের তুলনায় আজ তাপমাত্রা আরও কমে যাওয়ায় কর্মজীবী মানুষের দুর্ভোগ বেড়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে সাতক্ষীরা আবহাওয়া অফিস জানায়, সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। আগের দিন সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। কনকনে ঠান্ডা উপেক্ষা করে জীবিকার তাগিদে অনেক খেটে খাওয়া মানুষ বাইরে বের হতে বাধ্য হচ্ছেন। শীত নিবারণের জন্য বিভিন্ন স্থানে খড়কুটো ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে ছিন্নমূল মানুষদের।
শীতের কারণে গরম কাপড় ছাড়া সাধারণ মানুষের বাইরে চলাচল কমে গেছে। একই সঙ্গে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ জুলফিকার আলী রিপন জানান, আগামী এক-দুই দিনের মধ্যে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এতে শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে।
১৯০ বার পড়া হয়েছে