সারাদেশ
ঘন কুয়াশা আর হিমেল বাতাসের দাপটে উত্তরের জেলা সিরাজগঞ্জে জেঁকে বসেছে প্রচণ্ড শীত।
ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় সিরাজগঞ্জে তীব্র শীত
স্বপন মির্জা, সিরাজগঞ্জ
মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ ৩:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঘন কুয়াশা আর হিমেল বাতাসের দাপটে উত্তরের জেলা সিরাজগঞ্জে জেঁকে বসেছে প্রচণ্ড শীত।
হাড় কাঁপানো ঠান্ডায় জনজীবন ক্রমেই স্থবির হয়ে পড়ছে। বাঘাবাড়ি আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আসাদুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
জেলার নয়টি উপজেলার মধ্যে যমুনা নদীতীরবর্তী কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী, এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চল ও তীরবর্তী এলাকায় শীতের প্রকোপ সবচেয়ে বেশি। এসব অঞ্চলের খেটে খাওয়া মানুষ তীব্র শীতের কারণে কাজে যেতে পারছেন না, ফলে দিনমজুরসহ নিম্নআয়ের মানুষের আয় কমে গেছে উল্লেখযোগ্যভাবে।
শীতের তীব্রতায় দুর্ভোগ চরমে পৌঁছালেও এখনো এসব এলাকার অসহায় মানুষের পাশে শীত নিবারণের জন্য তেমন কোনো সহায়তা পৌঁছায়নি। এতে করে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে যমুনা তীরবর্তী চরাঞ্চলের বাসিন্দাদের।
১৮৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন