শেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ১২:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শেরপুর জেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। এসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম কে মুরাদুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান এবং শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে একই দিনে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায়ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের জিগাতলা দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানা মাঠে বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ শেষে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
পরে বিকেলে নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আরেকটি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাবেক সদস্য ও চন্দ্রকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মোকসেদুল হক শিবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নকলা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল।
অনুষ্ঠানগুলোতে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
১১৬ বার পড়া হয়েছে