গোমস্তাপুরে র্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ৭:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. শাহীন (৪০)। তিনি নাচোল উপজেলার গোলাবাড়ী স্টেশন এলাকার মৃত কুসুমুদ্দিনের সন্তান।
র্যাব-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল রহনপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নুন্দোলা ভটভটি স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে টুটুল নামের এক ব্যক্তির চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন শাহীনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪৭ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৫ এর মিডিয়া সেল জানায়, মাদকবিরোধী অভিযান আগামীতেও চলমান থাকবে।
১৩৮ বার পড়া হয়েছে