দাউদকান্দি থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ায় নিরাপত্তা উদ্বেগ
সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ৭:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লার দাউদকান্দি মডেল থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার না হওয়ায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উদ্বেগ বাড়ছে।
স্থানীয়দের আশঙ্কা, এসব অস্ত্র অবৈধভাবে ব্যবহৃত হলে নির্বাচনকালীন সহিংসতা ও জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে সরকার পতনের পর দাউদকান্দি থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা থানার অস্ত্রাগার ভেঙে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায়। পাশাপাশি নগদ অর্থ, জব্দ করা যানবাহন এবং গুরুত্বপূর্ণ মালামাল লুটের অভিযোগও রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া প্রায় ৯টি আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এছাড়া ব্যক্তিগত মালিকানাধীন লুট হওয়া ২৭টি লাইসেন্সকৃত অস্ত্রের মধ্যে মাত্র ৫টি উদ্ধার হলেও বাকি ২২টি এখনো নিখোঁজ রয়েছে।
এলাকার সচেতন মহলের মতে, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এসব অস্ত্র উদ্ধার না হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা বাড়ছে। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ অবৈধভাবে ব্যবহৃত হলে পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে তারা মনে করছেন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরাপদ করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন তারা।
দাউদকান্দি পৌর যুব বিভাগের সেক্রেটারি তৌফিক রুবেল বলেন, 'থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার না হওয়া প্রশাসনিক ব্যর্থতারই বহিঃপ্রকাশ। নির্বাচনের আগে এসব অস্ত্র ব্যবহৃত হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে।'
কুমিল্লা-১ আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মনিরুজ্জামান বাহলুলও উদ্বেগ প্রকাশ করে বলেন, 'নির্বাচনের আগে থানা থেকে লুট হওয়া ও অবৈধ অস্ত্র দ্রুত উদ্ধারে পুলিশ প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে। অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলা যায় না।'
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, 'লুট হওয়া অস্ত্র উদ্ধারে এলাকার সচেতন মহলের সহযোগিতা অত্যন্ত জরুরি। অস্ত্র বা অবৈধ অস্ত্রধারীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।'
১৩৮ বার পড়া হয়েছে