সর্বশেষ

জাতীয়শীতে রোগ মোকাবিলায় সব হাসপাতালে জরুরি নির্দেশনা
পূজাসহ ধর্মীয় ছুটি বাতিলের খবর ভুয়া : প্রধান উপদেষ্টার প্রেস উইং
দুই দশকের অপেক্ষার অবসান, আজ জকসু নির্বাচনে ভোট
ঈশ্বরদীতে তাপমাত্রা ৮.৪, ঢাকায় নামলো ১৩ ডিগ্রিতে
কলকাতার অ্যাপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে ওবায়দুল কাদের
সারাদেশরাউজানে সাবেক যুবদল নেতাকে গুলি করে হত্যা
যশোরে বরফকল মালিক রানা প্রতাপকে গুলি করে হত্যা
ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় সিরাজগঞ্জে তীব্র শীত
শীতে বিপর্যস্ত সাতক্ষীরার জনজীবন, তাপমাত্রা আরও কমার আশঙ্কা
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্রে বেশিরভাগ বাংলাদেশি সরকারি সহায়তায় নির্ভরশীল: ট্রাম্প
খেলামোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশে আইপিএল সম্প্রচার স্থগিতের নির্দেশ
আইপিএল সম্প্রচার বন্ধে সরকারের সিদ্ধান্তকে বিসিবি'র সমর্থন
জাতীয়

আজ থেকে মনোনয়নপত্র গ্রহণ-বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ২:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আজ সোমবার (৫ জানুয়ারি) থেকে নির্বাচন কমিশনে (ইসি) আপিল দায়ের শুরু হয়েছে।

আগামী ৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত সংক্ষুব্ধ প্রার্থীরা নির্ধারিত নিয়মে আপিল করতে পারবেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের আদেশে সংক্ষুব্ধ কোনো প্রার্থী, অথবা সংশ্লিষ্ট কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী সংস্থা কিংবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি ইসিতে আপিল দায়ের করতে পারবেন।

আপিল গ্রহণের জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বিশেষ কেন্দ্র স্থাপন করা হয়েছে। অঞ্চলভিত্তিকভাবে সেখানে ১০টি বুথ চালু করা হয়েছে। সংশ্লিষ্ট জেলার প্রার্থীদের নিজ নিজ অঞ্চলের নির্ধারিত বুথে আপিল আবেদন জমা দিতে হবে।

বুথভিত্তিক জেলা বিভাজনের মধ্যে রয়েছে—খুলনা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও ফরিদপুর অঞ্চল। প্রতিটি অঞ্চলের জন্য আলাদা বুথ নির্ধারণ করা হয়েছে, যেখানে সংশ্লিষ্ট জেলার মনোনয়নপত্র সংক্রান্ত আপিল গ্রহণ করা হবে।

ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, রোববার বিকাল ৫টায় সারা দেশে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ শেষ হয়েছে। বাছাই শেষে কতগুলো মনোনয়নপত্র বৈধ ও কতগুলো বাতিল হয়েছে, সে তথ্য সোমবার রাতে প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপিল আবেদন কমিশন সচিবালয়ের সচিব বরাবর নির্ধারিত ফরমেটে দাখিল করতে হবে। আবেদনের সঙ্গে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণ সংবলিত বিবৃতি এবং সংশ্লিষ্ট আদেশের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। আপিলের ক্ষেত্রে একটি মূল কপিসহ মোট সাতটি কপি জমা দিতে হবে।

আপিল সংক্রান্ত রায়ের কপি পেতে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে, যা নির্বাচন কমিশনের আপিল গ্রহণ কেন্দ্র থেকে সংগ্রহ করা যাবে। আপিলকারী নিজে অথবা তার পক্ষে মনোনীত ব্যক্তি রায়ের কপি সংগ্রহ করতে পারবেন।

ইসি জানায়, দাখিলকৃত সব আপিল আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০২৬ সালের মধ্যে নিষ্পত্তি করা হবে। এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া নির্বাচন কমিশন স্মরণ করিয়ে দিয়েছে, সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী এবং সংশ্লিষ্ট সবাইকে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ যথাযথভাবে অনুসরণ করতে হবে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন