আজ জানানো হবে জানুয়ারির এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম
রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ ৩:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জানুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম বাড়বে নাকি কমবে-তা জানা যাবে আজ রোববার।
এক মাসের জন্য এই দুই জ্বালানির নতুন মূল্য ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি ২০২৬ মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির দাম সমন্বয় সংক্রান্ত নির্দেশনা আজ বিকেল ৩টায় ঘোষণা করা হবে।
এর আগে গত ২ ডিসেম্বর এলপিজির সর্বশেষ মূল্য সমন্বয় করা হয়। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে এক হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
আজ একই সঙ্গে অটোগ্যাসের নতুন দামও ঘোষণা করা হবে। সর্বশেষ গত ২ ডিসেম্বর অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়। সে সময় ভোক্তা পর্যায়ে প্রতি লিটারে ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে মূসকসহ অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
আজকের ঘোষণার মাধ্যমে জানুয়ারি মাসে এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম কার্যকর হবে।
১৩০ বার পড়া হয়েছে