সাতক্ষীরা-১ আসনে ২ প্রার্থীর মনোনয়ন স্থগিত, স্বতন্ত্র প্রার্থীর বাতিল
শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ৯:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ রেজাউল করিমের মনোনয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
একই সঙ্গে এই আসনের স্বতন্ত্র প্রার্থী এসএম মুজিবুর রহমানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্তের কথা জানান।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বিষয়টি নিশ্চিত করে জানান, যাচাই-বাছাই শেষে মোট ছয়জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. ইয়ারুল ইসলাম, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইজ্জত উল্লাহ এবং জাতীয় পার্টির প্রার্থী জিয়াউর রহমান রয়েছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় উচ্চ আদালত থেকে খালাস পাওয়ার রায়ের কাগজপত্র যাচাই সম্পন্ন না হওয়ায় বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। এছাড়া মনোনয়নপত্রে ত্রুটি থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ রেজাউল করিমের মনোনয়নও স্থগিত করা হয়।
অন্যদিকে, প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের স্বাক্ষরে অসঙ্গতি পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী এসএম মুজিবুর রহমানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
মনোনয়ন স্থগিতের বিষয়ে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বলেন, সব ধরনের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে। উচ্চ আদালত বন্ধ থাকায় যাচাই প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হয়েছে। আদালত খুললেই বিষয়টির সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে মোট ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। শনিবার ছিল মনোনয়ন যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিন।
১২৪ বার পড়া হয়েছে