সারাদেশ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জ প্রেসক্লাবে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া
স্বপন মির্জা, সিরাজগঞ্জ
শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ৯:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জ প্রেসক্লাবে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় উক্ত অনুষ্ঠানে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, দপ্তর সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসি ও অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, দেশের ক্রান্তিলগ্নে যখন বেগম খালেদা জিয়ার অভিভাবকত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, ঠিক সেই সময়ে তার চলে যাওয়ায় মানুষ গভীর শোকাহত। তারা উল্লেখ করেন, বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া ছিলেন এক বিরল ব্যক্তিত্ব, যিনি নীতি ও গণতন্ত্রের পথে কখনো আপস করেননি।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় তার আত্মার মাগফেরাত কামনা করে প্রার্থনা করা হয় এবং দেশনেত্রীর অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
১১৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন