বরিশালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু
শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ৫:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বরিশাল নগরীতে ঝালকাঠি-বরিশাল মহাসড়কে মালবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
শুক্রবার রাত পৌনে ১২টার দিকে নগরীর রূপাতলী এলাকার উকিল বাড়ি সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রূপাতলী এলাকার বাসিন্দা জুয়েল (২৮) ও রুইয়ার পোল এলাকার বাসিন্দা রাসেল (২৫)। তারা দুজনই রূপাতলী এসিআই অ্যানিমল হেলথ স্টোরে হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও সহকর্মী জিহাদের ভাষ্য অনুযায়ী, রাতে অফিস শেষে নাস্তা করতে মোটরসাইকেলে করে রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন জুয়েল ও রাসেল। এ সময় ঝালকাঠিগামী একটি ট্রাক দ্রুতগতিতে এসে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১৪২ বার পড়া হয়েছে