খেলা
নতুন বছরের শুরুটা জয় দিয়ে রাঙাতে পারলো না ক্রিস্তিয়ানো রোনালদোর আল নাসর। সৌদি প্রো লিগে জেদ্দায় আল আহলির বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩-২ গোলে পরাজিত হয়েছে রোনালদোর দল। চলতি মৌসুমে এটি আল নাসরের প্রথম হার।
নতুন বছরে হোঁচট আল নাসরের, সহজ সুযোগ নষ্ট করে সমালোচনায় রোনালদো
স্পোর্টস রিপোর্টার
শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ৪:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নতুন বছরের শুরুটা জয় দিয়ে রাঙাতে পারলো না ক্রিস্তিয়ানো রোনালদোর আল নাসর। সৌদি প্রো লিগে জেদ্দায় আল আহলির বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩-২ গোলে পরাজিত হয়েছে রোনালদোর দল। চলতি মৌসুমে এটি আল নাসরের প্রথম হার।
ম্যাচে ড্র এনে দেওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি পর্তুগিজ মহাতারকা। দল যখন ৩-২ গোলে পিছিয়ে, তখন গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন ৪০ বছর বয়সী ফরোয়ার্ড। আল আহলির গোলকিপার আবদুল রহমান আল-সানবির কাছেই বল তুলে দেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
এর আগে লিগে টানা ১০ ম্যাচ জয়ের দুর্দান্ত ধারায় ছিল আল নাসর। তবে গত মঙ্গলবার আল ইত্তিফাকের বিপক্ষে ড্রয়ের পর এবার হারের মুখ দেখলো জর্জে জেসুসের শিষ্যরা। এই পরাজয়ে লিগের শীর্ষস্থান ধরে রাখা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের শীর্ষে রয়েছে আল নাসর। তবে এক ম্যাচ কম খেলে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আল হিলাল আজ দামাক এফসির বিপক্ষে জয় পেলে আল নাসরকে টপকে শীর্ষে উঠে যাবে।
১৪০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
খেলা নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন