আফতাবনগরে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার পাইলটিং কর্মসূচির উদ্বোধন
শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ৪:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বুয়েটের নকশায় তৈরি নিরাপদ তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) সড়কে চলাচলের লক্ষ্যে পাইলটিং কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন রাজধানীর আফতাবনগরে এই কর্মসূচির সূচনা হয়।
সকাল সাড়ে ৯টায় আফতাবনগরের আড্ডার মোড় সংলগ্ন জি ব্লক মেইন রোডে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও সংহতি উন্নয়ন বিষয়ক) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী।
একই দিনে ঢাকার আরেক প্রান্তে বেলা ১১টায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত ই-রিকশার আরেকটি পাইলটিং কর্মসূচির উদ্বোধন করা হবে। ধানমন্ডির ঝিগাতলায় গণপূর্ত অধিদপ্তরের সরকারি স্কুল কলোনি এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে একই অতিথিরা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, সড়কে নিরাপদ ও পরিবেশবান্ধব যানবাহন চালু করার লক্ষ্যে এ পাইলটিং কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
১৪০ বার পড়া হয়েছে