সারাদেশ
নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষমারী ব্রিজ এলাকায় নাটোর–নওগাঁ আঞ্চলিক সড়কে পাঁচটি ককটেল ও পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বিস্ফোরকগুলি একটি ব্যানারের পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।
নাটোরের নলডাঙ্গায় মহিষমারী ব্রিজে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার
স্টাফ রিপোর্টার, নাটোর
শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ৫:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষমারী ব্রিজ এলাকায় নাটোর–নওগাঁ আঞ্চলিক সড়কে পাঁচটি ককটেল ও পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বিস্ফোরকগুলি একটি ব্যানারের পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আযম জানান, শুক্রবার রাত ৯টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। সেখানে সাবেক সংসদ সদস্য শিমুলের ছবি সংবলিত একটি ব্যানারের আশপাশে সন্দেহজনক কিছু পড়ে থাকতে দেখে পুলিশ তা উদ্ধার করে।
ওসি সামিউল আযম আরও জানান, উদ্ধারকৃত বোমাগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। কে বা কারা এসব স্থাপন করেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। যারা এ ঘটনায় জড়িত, তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশের দ্রুত পদক্ষেপে বড় ধরনের কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
১২২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন