চাঁপাইনবাবগঞ্জে পূর্ণাঙ্গ এসথেটিক লেজার ও ডার্মা কেয়ার সেন্টারের উদ্বোধন
শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ জেলার সুনামধন্য চিকিৎসা সেবা প্রতিষ্ঠান ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস এন্ড হাসপাতাল-এর নতুন সংযোজন হিসেবে জেলার প্রথম এবং রাজশাহী বিভাগের মধ্যে একমাত্র পূর্ণাঙ্গ এসথেটিক লেজার ও ডার্মা কেয়ার সেন্টার উদ্বোধন করা হচ্ছে
আগামী ০২ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ (শুক্রবার) এ সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও মানসম্মত সেবার মাধ্যমে স্বল্প ব্যয়ে উন্নত ডার্মাটোলজি ও এসথেটিক চিকিৎসা সেবা নিশ্চিত করতেই এ সেন্টারটি চালু করা হচ্ছে। নতুন এই সেবাকেন্দ্র থেকে চর্মরোগ চিকিৎসা, লেজার ট্রিটমেন্টসহ সৌন্দর্য বিষয়ক বিভিন্ন আধুনিক চিকিৎসা সেবা পাওয়া যাবে।
এর ফলে চাঁপাইনবাবগঞ্জ জেলার পাশাপাশি পার্শ্ববর্তী জেলার মানুষও সহজেই উন্নত মানের চর্ম ও সৌন্দর্য চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানিয়েছেন ডা. মো. আতিকুর রহমান, এমবিবিএস, সিসিডি (বারডেম), এমএসসি (মাইক্রোবায়োলজি), সার্টিফিকেট কোর্স অন ডার্মাটোলজি (চর্ম ও যৌন), মেডিকেল অফিসার, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন মাইনুল ইসলাম (ডলার), ব্যবস্থাপনা পরিচালক, ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস এন্ড হাসপাতাল। তিনি জানান, আধুনিক চিকিৎসা প্রযুক্তির মাধ্যমে মানুষের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই তাদের প্রধান লক্ষ্য।
১১১ বার পড়া হয়েছে