সারাদেশ
জয়পুরহাটে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে খুশির ঢেউ বয়ে দিয়েছে।
নতুন বছরের প্রথম দিনে জয়পুরহাটের শিক্ষার্থীদের হাতে নতুন বই
আলমগীর চৌধুরী, জয়পুরহাট
বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ ১০:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে খুশির ঢেউ বয়ে দিয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে জেলা জুড়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়।
শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রুহুল আমিন জানান, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে মোট ৩ লাখ ৬৯ হাজার বই বিতরণ করা হয়েছে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য মোট ১২ লাখ ৫৫ হাজার ৫৩টি বইয়ের চাহিদা থাকলেও বর্তমানে ১০ লাখ ৫১ হাজার ৭৬১টি বই বিতরণ করা হয়েছে। বাকি ২ লাখ ৩ হাজার ২৯২টি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে শীঘ্রই।
জেলা শিক্ষা অফিসার বলেন, 'সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য। বাকি থাকা বইগুলি যত দ্রুত সম্ভব বিতরণ করা হবে।'
১১৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন