সর্বশেষ

জাতীয়বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনসমুদ্রে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন
খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানের দোয়া প্রার্থনা
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের পদত্যাগ
আগামী পাঁচ দিনে কুয়াশা ও শীতের দাপট অব্যাহত থাকতে পারে
সারাদেশঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আন্তর্জাতিকসামরিক মহড়ার মধ্যে তাইওয়ানের জলসীমায় রকেট ছুড়েছে চীন
খেলাকিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে ফাস্ট বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিলো শ্রীলঙ্কা ক্রিকেট
সারাদেশ

কুড়িগ্রামে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার : ৫ জন আটক

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ ৪:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রাম জেলা শহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের প্রচারণামূলক পোস্টার সাঁটানোর ঘটনায় পাঁচ তরুণকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি মিনি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে জেলা শহরের কলেজ মোড়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার দেখা যায়। বিষয়টি নজরে আসার পরপরই থানা পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান শুরু করা হয়।

অভিযানের এক পর্যায়ে খলিলগঞ্জ বাজার এলাকায় রংপুরগামী একটি মিনি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাসে থাকা পাঁচ তরুণকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— জাবের আল রাফিয়ান (৩০), সাকিবুল হাসান (২৪), শামীম হোসেন (২৫), ফাহমিদ হাসান (৩৪) ও মাহমুদুর রহমান (২৫)। তাদের বাড়ি যথাক্রমে যশোর, ঢাকা, লক্ষ্মীপুর, নাটোর ও মাদারীপুর জেলায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জাবের আল রাফিয়ান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। সাকিবুল হাসান ও শামীম হোসেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একই বিভাগের শিক্ষার্থী। এছাড়া ফাহমিদ হাসান ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ফার্মেসি বিভাগ এবং মাহমুদুর রহমান বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)-এর শিক্ষার্থী।

ডিবি পুলিশের দাবি, পোস্টার সাঁটানোর স্থানগুলোর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আটক তরুণদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঢাকা থেকে কুড়িগ্রামে এসে নিষিদ্ধ সংগঠনের পোস্টার সাঁটানোর বিষয়টি স্বীকার করেছেন।

আটকের পর শহরের বিভিন্ন স্থানে সাঁটানো হিযবুত তাহরীরের পোস্টারগুলো অপসারণ করা হয়।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, 'নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার সাঁটানোর অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। তারা প্রাথমিকভাবে দায় স্বীকার করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।'

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন