চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযান: ইয়াবা ও হেরোইনসহ ৭ কারবারি আটক
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ ৩:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে ৫৯ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব-৫ রাজশাহী সিপিসি-১ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ থানাধীন ১৩ নম্বর ঘোড়াপাখিয়া ইউনিয়নের কালিনগর গ্রামের একটি কলাবাগানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদক কেনাবেচার প্রস্তুতিকালে ৭ জনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মিজানুর রহমান (৪৫), মো. নাসির (৫৭), মো. বাবু (২৬), মো. সিরাজুল ইসলাম (৫০), মো. কাওছার (২৬), মো. সাহালাল ইসলাম (২৯) ও মো. এনাদুল (৫০)। তারা সবাই শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, আটককৃতদের হেফাজত থেকে উদ্ধারকৃত ইয়াবা ও হেরোইন জব্দ করা হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকসহ তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
র্যাব আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
১০৭ বার পড়া হয়েছে