বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাগুরায় বিএনপি ও বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১০:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাগুরা জেলা বিএনপি, মাগুরা প্রেসক্লাবসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে।
মাগুরা জেলা বিএনপি আজ দুপুর ১২ টায় ভায়না মোড়ে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণের মাধ্যমে শোক প্রকাশ কর্মসূচি পালন করেছে।
শোক সমাবেশে মাগুরাবাসী ও শোকাহত নেতাকর্মীদের মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব ও মাগুরা এক আসনের বিএনপি মনোনীত সংসদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, মাগুরা সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কুতুবউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিমসহ অন্যান্য নেতাকর্মীরা।
শোক প্রকাশের অংশ হিসেবে মাগুরা প্রেসক্লাব, জেলা বণিক সমিতি, জেলা জাসাসসহ বিভিন্ন সংগঠনও শোকবার্তা প্রদান করেছে।
১১৫ বার পড়া হয়েছে