মানিকগঞ্জে স্বতন্ত্র প্রার্থীদের ঢল, বিএনপিতে প্রার্থীদের বিরুদ্ধে মনোনয়ন
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ২:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জে আগামী সংসদ নির্বাচনে তিনটি আসনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মোট ২৭ জন প্রার্থী জেলা রিটানিং কর্মকর্তা নাজমুন আরা সুলতনার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তবে নজরকাড়া বিষয় হলো, তিনটি আসনেই বিএনপির দলীয় মনোনিত প্রার্থীদের বিরুদ্ধে তাদের নিজ দলের স্বতন্ত্র প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিল করেছেন।
মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়): এখানে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর। দলের প্রার্থীর বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজা। তোজা বলেন, “মাঠের বাস্তব চিত্র বিবেচনা করে দলের মনোনয়ন দেওয়া হয়নি। নেতাকর্মী ও ভোটারদের ইচ্ছায় মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।”
মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর): এখানে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি মঈনুল ইসলাম খান শান্ত। দলের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর বিরুদ্ধে মনোনয়নপত্র দিয়েছেন সিংগাইর উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান নোমান এবং জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মোঃ আব্দুল হক মোল্লা। নোমান মন্তব্য করেন, “যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি রাজনৈতিক মাঠে কম সক্রিয় ছিলেন। নেতাকর্মীদের ইচ্ছায় মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।”
মানিকগঞ্জ-৩ (মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া): এখানে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা। দলের প্রার্থীর বিরুদ্ধে মনোনয়নপত্র দিয়েছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান আতা। তিনি বলেন, “মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর যোগ্যতা যাচাইয়ে শঙ্কা থাকায় দলের স্বার্থে স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।”
এভাবে তিন আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতিযোগিতা নির্বাচনী মাঠে উত্তেজনা আরও বৃদ্ধি করেছে।
১০৯ বার পড়া হয়েছে