নওগাঁ-৬: সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারদলীয় জোট সরকারের সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩:৩০টার দিকে নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় আত্রাই ও রানীনগর উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় আলমগীর কবির বলেন, “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা, রাষ্ট্র মেরামত করা এবং প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন আনা প্রয়োজন। দেশের রাজনৈতিক অনাচার, চাঁদাবাজি, দখলবাজি ও লুটপাটের বিরুদ্ধে আমি কাজ করব। আমার এলাকাবাসীর কাছে আবেদন, সন্ত্রাস ও প্রভাবশালীদের বিরুদ্ধে দৃঢ় হতে হবে। যারা অর্থের জোরে নির্বাচনকে প্রভাবিত করছে, তাদের রুখে দিতে হবে। আত্রাই-রানীনগরকে বাঁচানোর যে আহ্বান এসেছে, তার প্রতি সাড়া দিয়েই আমি নির্বাচনে অংশ নিচ্ছি।”
তিনি আরও বলেন, “দল থেকে বলেছে প্রার্থী নয় প্রতীক দেওয়া হবে। এটি বোঝায় যে প্রার্থী খারাপ প্রভাব ফেলেছে। যারা টাকার উপর নির্ভর করে নির্বাচন পরিচালনা করতে চায়, তারা নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। আমি বিশ্বাস করি সরকার সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে।”
উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আলমগীর কবির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি আত্রাই উপজেলা সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজুকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।
১০৬ বার পড়া হয়েছে