নাটোরে ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
নাটোরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সকালে নাটোর সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি বলেন, “যেসব দল নিজে গণতন্ত্র মানে না এবং চাঁদাবাজি ও হানাহানিতে লিপ্ত, তাদের তৎপরতা আবারও লক্ষ্য করা যাচ্ছে। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনকে উদ্যোগ নিতে হবে।”
অন্যদিকে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির আব্দুল আজিজ বেপারী, জামায়াতের মোঃ আব্দুল হাকিম এবং এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সহকারী অধ্যাপক মোঃ মোকছেদুল মোমিন।
এছাড়া নাটোর-৩ সিংড়া আসনের জন্য বিএনপির আনোয়ারুল হক আনু ও জামায়াতের প্রফেসর সাইদুর রহমান এবং নাটোর-১ আসনের জন্য বিএনপির ফারজানা শারমিন পুতুল ও জামায়াতের মাওলানা আবুল কালাম আজাদ মনোনয়নপত্র জমা দেন। এ প্রক্রিয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের উপস্থিত ছিলেন।
১৩৩ বার পড়া হয়েছে