বগুড়ার দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সোমবার বগুড়ার দুটি সংসদীয় আসনে বিএনপির শীর্ষ দুই নেতার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বগুড়া-৭ এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসনে প্রার্থী হয়েছেন।
বগুড়া-৬ সদর আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে দলের সিনিয়র নেতারা। তারা স্থানীয় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
অন্যদিকে, বগুড়া-৭ (গাবতলী–শাহজাহানপুর) আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এর আগে বাদ জোহর বগুড়ার সেন্ট্রাল মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদারের নেতৃত্বে বিএনপি নেতারা মনোনয়নপত্র দাখিল করেন।
বিএনপি নেতারা জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এবং নির্বাচন কমিশনের সব বিধি-বিধান অনুসরণ করেই মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। তারা আরও বলেন, বগুড়ার দুটি আসনে দলের শীর্ষ দুই নেতার প্রার্থিতা ঘোষণার ফলে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশাবাদ তৈরি হয়েছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, ভোটাররা বিপুল ভোটে বিএনপির প্রার্থীদের বিজয়ী করবেন।
১২৬ বার পড়া হয়েছে