ঝিনাইদহ-১ আসনে এবি পার্টির প্রার্থী মতিয়ার রহমানের মনোনয়ন দাখিল
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ৯:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে এবি পার্টির (ঈগল প্রতীক) মনোনয়নপত্র দাখিল করেছেন দলীয় মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মো: মতিয়ার রহমান।
মনোনয়ন দাখিলের শেষ দিনে, সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: মাহফুজুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আসাদুজ্জামান। পাশাপাশি এবি পার্টির শৈলকুপা উপজেলা শাখার আহ্বায়ক শাহিন হোসেন, যুগ্ম আহ্বায়ক তাসের আহমেদ, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মনিরুজ্জামান ডাবলুসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবি পার্টির প্রার্থী এ্যাডভোকেট মো: মতিয়ার রহমান। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, তবে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদী।
এ সময় তিনি আরও জানান, শৈলকুপা আসন থেকে নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন।
১৭৮ বার পড়া হয়েছে