চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারীসহ ৫ জনকে আটক করেছে বিজিবি
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিজিবি নারীসহ পাঁচ বাংলাদেশিকে আটক করেছে। জানা গেছে, তারা ভারতের বিভিন্ন কারাভোগ শেষে অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টা করছিল।
১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, রবিবার সকাল প্রায় ৭:৪০ মিনিটে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষণ সীমান্তের পিলার ২১৯/৭১-আর এলাকা থেকে লালমাটি খাড়ির ঘাটের মাধ্যমে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় বিজিবির টহল দল তাদের ধাওয়া করে আটক করে।
আটককৃতরা হলেন নড়াইল জেলার কালিয়া থানার জামিল ডারা গ্রামের কামরুল লস্কর (৪৬), তার স্ত্রী লিপি লস্কর (৪০), ছেলে সাদ্দাম লস্কর (২২), মেয়ে ফিরোজা লস্কর (১৬) এবং বাগেরহাট জেলার মোল্লারহাট থানার কাটা দ‚রে গ্রামের হায়দার সরদার (২৩)।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, আটককৃতদের ভারতের বিভিন্ন কারাভোগের রেকর্ড রয়েছে। তাদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনে পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হবে।
১১৬ বার পড়া হয়েছে