তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি শীঘ্রই ক্ষমতায় আসবে : দুলু
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
নাটোর সদর-২ আসনের ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আসমা শাহীনের হাতে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে দুলু বলেন, 'নাটোরের মানুষ অতীতে আমাকে তিনবার নির্বাচিত করেছেন। আমি মানুষের প্রত্যাশা পূরণে চেষ্টা করেছি এবং তাদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করছি।'
তিনি আরও বলেন, 'তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি আগামী দিনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। নেতার যে পরিকল্পনা রয়েছে, তা বাস্তবায়ন করতে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের মানুষ আমাদের সুযোগ দেবেন। নেতার লক্ষ্য হলো মানুষের শান্তি, উন্নয়ন এবং দেশের সার্বিক কল্যাণ নিশ্চিত করা।'
মনোনয়নপত্র জমাদান অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নেতা শহিদুল ইসলাম বাচ্চু, ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ অন্যান্য দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নাটোর জেলায় এখন পর্যন্ত ৪টি আসনে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ৩৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
১৩১ বার পড়া হয়েছে