১৫ বছর পর কুড়িগ্রামে মাধ্যমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সারাদেশের মতো কুড়িগ্রামেও আজ অনুষ্ঠিত হচ্ছে মাধ্যমিক স্তরের বৃত্তি পরীক্ষা। দীর্ঘ ১৫ বছর পর পুনরায় এই পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও আনন্দ।
জানা গেছে, ২০১০ সালের পর থেকে মাধ্যমিক স্তরে বৃত্তি পরীক্ষা বন্ধ ছিল। চলতি বছর সেই ধারাবাহিকতা ফিরে আসায় শিক্ষার্থীদের মেধা মূল্যায়নের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদরাসা, কারিগরি বিদ্যালয় ও ইবতেদায়ী মাদরাসা মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী ছিল ৬ হাজার ৩৩৭ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ৩৪২ জন শিক্ষার্থী।
জেলায় স্থাপিত ৯টি কেন্দ্রে মাধ্যমিক বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ছিল ৪ হাজার ৯৬ জন। এদের মধ্যে ১৪৯ জন পরীক্ষায় অংশ নেয়নি। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিল ১ হাজার ৬৪৯ জন এবং ছাত্রী ছিল ২ হাজার ২৯৮ জন।
কুড়িগ্রাম সদর উপজেলার মধ্য কুমরপুর গার্লস স্কুলের পরীক্ষার্থী আরিফা খাতুন বলেন, 'বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। এই পরীক্ষার মাধ্যমে আমাদের মেধা যাচাই হবে। এজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।'
একজন অভিভাবক শ্রী হরিচন্দ্র সরকার বলেন, 'বর্তমান শিক্ষা ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। দীর্ঘ এক যুগের বেশি সময় বৃত্তি পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের মেধা যথাযথভাবে মূল্যায়ন করা সম্ভব হয়নি।'
এদিকে, যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মীর আবুল কাসেম রনি জানান, 'আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে। আশা করছি, আমাদের বিদ্যালয় থেকে ২-৩ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করবে।'
কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার সফিকুল ইসলাম বলেন, 'অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই শিক্ষার্থীরাই ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ভূমিকা রাখবে।'
১২৪ বার পড়া হয়েছে