সারাদেশ
ইতালি পাচারের সময় সিরাজগঞ্জের উল্লাপাড়ার যুবক স্বাধীন হত্যার ঘটনায় জড়িত দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ইতালি পাচারকালে যুবক হত্যার ঘটনায় দালালদের ফাঁসির দাবিতে মানববন্ধন
স্বপন মির্জা, সিরাজগঞ্জ
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১০:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইতালি পাচারের সময় সিরাজগঞ্জের উল্লাপাড়ার যুবক স্বাধীন হত্যার ঘটনায় জড়িত দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর ১২টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে নিহত স্বাধীনের পরিবার-স্বজন, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে একটি দালাল চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছে। এরই অংশ হিসেবে স্বাধীনকে ইতালি পাঠানোর কথা বলে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা মানবতাবিরোধী অপরাধ।
তারা দ্রুত এ হত্যাকাণ্ডে জড়িত সকল দালালকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে অবৈধ মানব পাচার বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
১১৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন